
স্পোর্টস ডেস্ক, ঢাকা :
ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। উত্তরাখণ্ডের রুরকির কাছে নিজে গাড়ি চালিয়ে দিল্লি যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন দেশটির তারকা ক্রিকেটার।
দুর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রুরকিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজনে তার প্লাস্টিক সার্জারিও করা হতে পারে।
ঢাকা টেস্ট শেষ করে শুক্রবার গভীর রাতে দিল্লি বিমানবন্দরে নামেন ঋষভ পান্ত। সেখান থেকে নিজেই গাড়ি চালিয়ে বাড়ির ফিরছিলেন তিনি। উত্তরাখণ্ডেরে নিজ বাড়িতে ফেরার পথে রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের সন্নিকটে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রেলিংয়ের ধাক্কা খায়।
দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। আগুন ভয়াবহ হওয়ার আগেই উইন্ডস্ক্রিন (জানালা) ভেঙে নেমে যান পান্ত। তার গাড়িটি আগুনে পুড়ে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটিতে আগুন ধরে যায়। তবে তিনি জানতেন না গাড়িতে ঋষভ ছিলেন। ঋষভ পুলিশকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় তার ঘুম চলে এসেছিল।
– ইন্টারনেট