
গাজীপুর: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মীর কাসেম আলীকে পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মীর কাসেম আলীকে মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানো হয়।
সোমবার মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সন্ধ্যা সাতটার সময় পূর্ণাঙ্গ রায়ের অনুলিপির সঙ্গে এই পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
এর পর আইন অনুসারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে মৃত্যু পরোয়ানাটি ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে পাঠানো হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই