মৃত ব্যক্তিকেই নির্বাচিত করলেন এলাকাবাসী

হবিগঞ্জ: চুনারুঘাট ইউনিয়নের বাসিন্দারা মৃত ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে। চুনারুঘাট ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন আব্দুল মালেক। মীরপাড়া গ্রামে তিনি ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।
৪ জুন ইউনিয়ন পরিষদের ৬ষ্ঠ ও শেষ ধাপে নির্বাচনের একদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর পরও এলাকাবাসী ভোট দেন তার প্রতীকে। ৪৫২ ভোটে জয় লাভ করেন মালেক।
এদিকে, আগামী ৫ বছর এই সদস্য পদটি তার নামেই রাখার দাবি তুলেছেন এলাকাবাসী। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বিধান অনুযায়ী আসন শূন্য হলে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/এমএস