
সান্তাক্লরা: এদুয়ারদো ভারগাসের চার গোলের উপর ভর করে বর্তমান চ্যাম্পিয়ন চিলি ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেক্সিকোকে। এর মধ্য দিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আয়োজনে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেছে চিলি।
ভারগাসের চার গোলের পাশাপাশি দুই গোল করেছেন এদসন পুচ। লাকি সেভেনের ঘরে যেতে বাকি গোলটি করেন চিলির তারকা খেলোয়াড় অ্যালেক্সিস সানচেস।
চিলির গোলবন্যার বিপরীতে একেবারে অগোছালো ফুটবল খেলেছে মেক্সিকো। যা দলটির সমর্থকদের কাছে একেবারেই অচেনা মনে হয়েছে। এর মধ্য দিয়ে কোচ কার্লোস অসোরিও’র অধীনে টানা ১১ জয়ের পর হারের মুখ দেখলো মেক্সিকো। একইসাথে দলটির টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ডের ধারাবাহিকতাও শেষ হলো বাজেভাবে।
চিলির সাত গোলের প্রথমটি আসে এদসন পুচের পা থেকে। শেষ গোলটিও করেন তিনি। মাঝে বাকি পাঁচটি গোলের চারটি করেন ভারগাস ও বাকি গোলটি করেন সানচেস।
মেক্সিকোকে বাড়ির পথ ধরিয়ে চিলির এখন অপেক্ষা কলম্বিয়ার সাথে সেমির লড়াইয়ের। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পথে চিলির সামনে বাধা এখন কলম্বিয়া। সূত্র: এপি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই