মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে হাসিনতো রোমেরো নামের এক রেডিও সাংবাদিক নিহত হয়েছে। রোমেরো ওরিজাবার রেডিও স্টেশন ওরি স্টেরিওর জন্য কাজ করতেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইক্সতাকজোকুইতলান শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপকক্ষ।
জানা গেছে, শহরটির ভেতর দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী রোমেরোর গাড়ি আটকায়। এক পর্যায়ে তারা তার ওপর গুলি চালায়। এর আগে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রোমেরো একাধিকবার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন ওই রেডিওর এক মুখপাত্র।