
ঢাকা: গ্ল্যামার ওয়ার্ল্ডে সবাই নিজেকে যতটা সম্ভব সুন্দর হিসেবেই উপস্থাপন করতে চায়। নিজেকে সুন্দর দেখাতে চিকিৎসকের ছুরির নীচে যেতেও আপত্তি নেই অনেকের। আবার এমন অনেকেই আছেন যারা জীবনের অর্ধেক উপার্জন ব্যয় করে ফেলেছেন কেবল হাসিটাকে আরেকটু আকর্ষনীয় করে তুলতে। অথচ মেগান ফক্সের উপলব্ধি, এই রূপটাই তার জন্য বিভীষণ।
লোকে তাকে রূপ দিয়েই প্রথমে যাচাই করে, প্রতিভার খোঁজ নেয় পরে; যে কারণে নিজের রূপকে বাধা মনে করেন মেগান ফক্স। হলিউড এই হার্টথ্রব অভিনেত্রী মনে করেন, তাকে রূপসর্বস্ব অভিনেত্রী ভাবা হয় বলেই অভিনয় প্রতিভার যথাযথ মূল্যায়ন তিনি কখনোই পান না।
‘হলিউড এই হার্টথ্রব অভিনেত্রী মনে করেন, তাকে রূপসর্বস্ব অভিনেত্রী ভাবা হয় বলেই অভিনয় প্রতিভার যথাযথ মূল্যায়ন তিনি কখনোই পান না’
ট্রান্সফরমারস সিরিজের এই তারকা বলছেন, ‘জেমস বন্ড সিরিজে নারী চরিত্রগুলোকে কীভাবে নেওয়া হয়, সেটা আপনারা সবাই জানেন। তাদের মূলত ব্যবহার করা হয় দেখনদারির জন্য, অথচ ছবির গল্পে দেখা যায় তারা হয় সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞ বা স্নায়ুবিজ্ঞানী। আর এই চরিত্রগুলোর দিকে মানুষ অবিশ্বাস নিয়ে তাকায়! আমার ব্যাপারেও একই ঘটনা।’
মেগান যেন এ নিয়ে ক্লান্ত, ‘মানুষের কাছে আমার যে ভাবমূর্তি, এটা বদলানোর জন্য আর লড়াই করব না। মানুষ ভাবে আমার মধ্যে গভীরতা নেই। আমি যা-ই বলি না কেন, যত দুর্দান্ত বাগ্মীই হই, কিংবা আমার অভিপ্রায় যত ইতিবাচকই হোক; তাতে কোনো লাভ হবে না। মানুষ আমাকে যেভাবে দেখতে চায়, তারা সেভাবেই দেখবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস