মেজর জলিলের মৃত্যুবাষির্কী পালিত

বরিশাল: আলোচনা সভা ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শনিবার বরিশালে পালিত হয়েছে ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলের ২৭তম মৃত্যুবার্ষিকী।
সকাল ১০টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদল।
এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে শোক মিছিল সহকারে উপজেলা চত্বরে এসে এমএ জলিলের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ উজিরপুর উপজেলা শাখা, জাসদসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ