
ঢাকা: জঙ্গিনেতা তানভীর কাদেরীর কিশোর ছেলে আফিফ কাদেরী নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে আছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শনিবার বিকালে তিনি এ তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, ‘১৫ মিনিট ধরে আমরা কিশোর ছেলেটির কোনো সাড়া শব্দ পাচ্ছি না। সর্বশেষ ১৫ মিনিট আগে সে ভেতর থেকে পুলিশের উপর গ্রেনেড ও গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।’
তিনি বলেন, ‘এখন ওই কিশোর মেঝেতে লুটিয়ে আছে। সে আসলেই নিস্তেজ, অচেতন নাকি অভিনয় করছে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। ওই বাসায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এখনো আমরা ভেতরে যেতে পারছি না।’
কাউন্টার টেরোরিজম প্রধান বলেন, ‘আগে বোম্ব ডিস্পোজাল ইউনিট ভেতরে প্রবেশ করবে। তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তারপর সিআইডির ক্রাইম সিন ইউনিট ভেতরে গিয়ে আলামত সংগ্রহ করবে। এরপরই অভিযানের সমাপ্তি ঘোষণা করা যাবে।’
নারী জঙ্গির আত্মঘাতী হওয়া প্রসঙ্গে মনিরুল বলেন, দরজা খুলে ওই নারী জঙ্গি সাত বছরের মেয়েটিকে নিয়ে বের হয়ে আত্মসমর্পণের অভিনয় করেন। এক পর্যায়ে তিনি সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটান। আহত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীর দেহ এখনো মেঝেতে পড়ে আছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ