‘মেন্টাল’ শাকিব এখন ‘রানা পাগলা’

ঢাকা: ঈদের মুক্তি পাচ্ছে ঢালিউড কিং শাকিব খানের তিন ছবি। তিনটি ছবির তালিকায় ছিল নবাগত পরিচালক শামিম আহমেদ রনির ‘মেন্টাল’ সিনামা। গত বছর ছবিটি মুক্তির কথা থাকলেও মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে। ছবিটি বুধবার সেন্সর ছাড়পত্র পেয়েছে। কিন্তু পাল্টে গেছে ছবির নাম।
নিয়ম অনুসারে ছবিটির ইংরেজি নাম কর্তন করেছে সেন্সর বোর্ড। ‘মেন্টাল’ ছবির নতুন নাম ‘রানা পাগলা’। নাম কর্তন সাপেক্ষেই ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড।
রনির পরিচালনায় ‘রানা পাগলা’ সিনামায় অভিনয় করেছেন শাকিব খান, তিশা, আঁচল, মিশা সওদাগর, ডন, শিমুল খান ও পড়শী। আর এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধলেন শাকিব খান- তিশা-পড়শী।
কিছুদিন পূর্বে পরিচালক রনি ‘রানা পাগলা’ নামে একটি ছবির নাম নিবন্ধন করেন পরিচালক সমিতিতে। তখন বোঝা না গেলও এখন ওই নামের রহস্য উন্মোচিত হলো।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই