
ঢাকা: আয়কর মেলার ৬ষ্ঠ দিন সারাদেশে মোট রাজস্ব আদায় হয়েছে ১৭২৭ কোটি ৭২ লাখ টাকা। আয়কর মেলার সচিবালয় থেকে এ তথ্য জাননো হয়েছে।
রোববার রাজধানী ঢাকাসহ দেশের ২৩ জেলা, ৪৪ উপজেলাসহ (১৬টি ভ্রাম্যমাণ) মোট ৬৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ছাড়াও দেশের সব স্পটে করদাতাদের ব্যাপক ভিড় দেখা যায়। মেলার শেস দিকে এসে করদাতাদের মধ্যে সেবা গ্রহণের মাত্রা বেড়ে চলেছে।
এদিকে ৬ষ্ঠ দিন পর্যন্ত সারাদেশে ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ জন সেবা গ্রহণ ও ১ লাখ ৪৯ হাজার ৯৯৪ জন আয় রিটার্ন দাখিল করেছেন।
মেলায় এক ছাদের নিচে সব ধরণের কর সেবা পেয়ে করদাতারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। ৬ষ্ঠ দিনে বিশেষ করে বিভিন্ন কর অঞ্চলের বুথে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণে করদাতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
কাল সোমবার সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হবে। শেষ দিনেও করদাতা ও সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
সময় বাড়ছে না মেলার
এদিকে মেলার আহ্বায়ক ও এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক বলেন, নির্ধারিত সময়েই শেষ হবে মেলা। কোনোভাবেই মেলার সময় বাড়ানো হবে না।
তিনি বলেন, প্রতিবারই আয়কর মেলার সময় বাড়ানোর অনুরোধ করেন করদাতারা। তবে সব সময় নির্ধারিত সময়েই মেলা শেষ হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না।
এদিকে, আয়কর দিবস উপলক্ষে এবারই প্রথমবারের মতো ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ পালন করা হবে। এ বিষয়ে তিনি বলেন, আয়কর সপ্তাহ পালনে সব অঞ্চলের করদাতাদের সুযোগ সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এবারের আয়কর মেলা। যা আগামীকাল সোমবার (৭ নভেম্বর) শেষ হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা ছিল।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব