Thursday, June 30th, 2016
মেষ’র প্রেমযোগ, মিথুনের কর্মে উন্নতি
June 30th, 2016 at 9:20 am
মেষ’র প্রেমযোগ, মিথুনের কর্মে উন্নতি

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

হতাশা ভুলে জীবনের আনন্দ গ্রহণ করুন। কাজের মাঝে একঘেঁয়েমি কাটাতে একটু অন্যরকম কাজ করুন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। পরিবারে সমস্যার যোগ আছে। যাত্রাযোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

কোনো অনুষ্ঠানে নতুন মানুষের সঙ্গে আলাপ। সেই আলাপ বন্ধুত্ব ও প্রেমে পরিণত হতে পারে। পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে কথাবার্তা হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। ব্যবসায় লাভ বৃদ্ধি। মিথ্যা বলে আপনাকে ভুল পথে চালিত করা হতে পারে। শুভ দিক উত্তর। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫

মিথুন: (২২মে – ২১ জুন)

ছোট বয়সের স্মৃতি আপনাকে আজ কিছুটা স্মৃতিমেদুর রাখবে। দেখা হতে পারে কোনো পুরনো বন্ধুর সঙ্গে। বিশেষ যাত্রার সুযোগ। কর্মে উন্নতি। প্রেমে সংশয়ের যোগ বর্তমান। যাত্রাযোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

আপনার সারাদিন কাটবে বেশ কিছু আনন্দের মুহূর্ত। দাম্পত্য সুখের সম্ভাবনা। প্রেমের সমস্যা থেকে মুক্তির যোগ। নতুন কাজে সফলতার যোগ। যাত্রাযোগে বাধা আছে। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

কোনো খবরে আপনার মন খুশিতে ভরে উঠতে পারে। কিন্তু অন্য কোনো খবরে আবার আপনার মনে কিছুটা চিন্তা দেখা দিতে পারে। প্রেমে সমস্যার সম্ভাবনার যোগ। দাম্পত্যযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। যাত্রাযোগ মঙ্গলময়। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

মনের প্রশ্নগুলি মনের ভিতরে না রেখে খুলে বলুন। প্রেম নিয়ে মন খুলে আলোচনার সমাধান করবে। ব্যবসায় উন্নতির যোগ। পারিবারিক সমস্যার সমাধান। শুভ দিক পশ্চিম। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আপনার ইচ্ছেগুলি পূরণ হবে, তবে এর জন্য দরকার পরিশ্রম। প্রেমযোগ শুভ। শারীরিক সমস্যার সম্ভাবনা। আর্থিক লাভ শুভ। কর্মেক্ষেত্রে উন্নতির যোগ। ব্যবসায় শুভযোগ। নতুন উদ্যোগ নিয়ে আলোচনা। যাত্রাযোগ শুভ। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবেন। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। দাম্পত্যে সমস্যার সাফল্যের সম্ভাবনা আছে। সন্তানকে নিয়ে চিন্তা দেখা দেবে। শুভ দিক দক্ষিণ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২০

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কর্মে উন্নতির যোগ। পারিবারিক সমস্যার যোগ আছে। আর্থিক উন্নতির যোগ। শারীরিক সমস্যা। প্রেমযোগে কিছু বাধা আসতে পারে। যাত্রাযোগে বাধা। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

আপনি বিশ্বাস করেন এমন কোনো মানুষ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। কনিষ্ঠদের সঙ্গে সমস্যার সমাধানের যোগ। প্রেমে সফলতা লাভ করবেন। শিক্ষায় উন্নতির যোগ আছে। শুভ দিক পশ্চিম। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

সমালোচকদের কথায় কান দেবেন না। আপনার নিজের লক্ষ্য স্থির রাখতে পারলেই সমালোচকদের যোগ্য জবাব দিতে পারবেন। প্রেম ও দাম্পত্যে সমস্যার যোগ আছে। কর্মে উন্নতির যোগ। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

প্রেমে সফলতার যোগ আছে। তবে অন্তর্বর্তী সময়ে কিছু সমস্যা সামনে আসতে পারে। যাত্রাযোগে বাধ। বিনোদনের সুযোগ আসবে। আর্থিকযোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

জ্যোতিষী রুবাই

নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ


সর্বশেষ

আরও খবর

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর

কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর


ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের

ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের

প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের