
ঢাকা: মেস বাড়িতে ভাড়ার পরিমাণ ‘যৌক্তিক’ ভাবে নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেস সংঘ নামের একটি সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার এ মানববন্ধন করে তারা। এসময় বক্তারা মেস বাড়ির সদস্যদের সঙ্গে সৌজন্যতা বজায় রাখার জন্য বাড়িওয়ালা ও অন্য ভাড়াটিয়াদের প্রতি আহ্বানও জানান।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংঘের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘বাড়ির মালিক থেকে শুরু করে পাশের ফ্যামিলি ভাড়াটিয়ারাও সর্বক্ষণ তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকেন।’ এ কারণে মেসের সদস্যরা ‘মানসিক অত্যাচারের’ মধ্যেও থাকেন বলে অভিযোগ করেন তিনি।
সিটি করপোরেশনের মাধ্যমে মেসগুলোতে নাগরিক সেবা দেওয়ার ব্যবস্থা এবং বাড়ির মালিকদের ‘সৌজন্যমূলক আচরণ শেখানোর’ উদ্যোগ নেয়ার দাবি জানান সংঘের সভাপতি। তিনি সন্ত্রাস দমনে অন্যদের মত মেস সদস্যদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মেস বাড়ির জন্য ছয়/সাত তলা অথবা ছাদের ছোট ঘরই দেয়া হয়। অন্য ফ্লাট খালি থাকলেও তা মেস ভারা দেন না বাড়িওয়ালারা।
সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আক্তার বলেন, ‘সরকারের বড় বড় কর্মকর্তা একদিন মেসে ছিলেন। আপনারাও জানেন, ব্যচেলররা কত ধরনের নিপীড়নের শিকার হয়। তাহলে কেন তাকান না?’ এসময় সমাবেশ থেকে ১১ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে ঢাকাসহ সারাদেশে মেসের জন্য স্থান বরাদ্দ, মেসের সার্বিক নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে উদ্দ্যোগ নেয়ার কথা বলা হয়।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: ইয়াসিন