
ডেস্কঃ আর্জেন্টিনা ফুটবল দলের কোচ জেরার্ডো মার্টিনো’র পদত্যাগপত্র জমা দেওয়ার পর নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন রোজারিও সেন্ট্রাল ও সান লরেঞ্জোর সাবেক প্রশিক্ষক এদগার্দো বাউজা। কোচ হিসেবে তার প্রথম লক্ষ্য লিওনেল মেসিকে জাতীয় দলে ফিরিয়ে নিয়ে আসা।
সোমবার জেরার্ডো মার্টিনোর উত্তরসূরি হিসেবে বাউজার নাম ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আশা করি, (মেসি) সঙ্গে আলাপ করলে তার জাতীয় দলে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে।’
তিনি আরও বলেন, ‘মেসির কাছে আমি আমার (কৌশল) পরিকল্পনা ব্যাখ্যা করতে চাই। মাঠে তার পজিশন নিয়ে আমার তেমন চিন্তা। মেসিকে কোনা কিছু নিয়ে বোঝানোর দরকার নেই, পরিকল্পনা হলো ফুটবল নিয়ে (তার সঙ্গে) কথা বলা।’
গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০১৪ বিশ্বকাপসহ টানা তিন বছরে তিনটি ফাইনাল এবং সব মিলিয়ে দেশকে মোট চারটি প্রতিযোগিতার ফাইনালে তুলেও কোনো শিরোপা জিততে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি