
ডেস্ক: অবশেষে স্বপ্নের তারকা লিওনেল মেসির দেখা পেল ছয় বছর বয়সী আফগান বালক মুর্তজা আহমাদি। পলিথিন দিয়ে আর্জেন্টিনা অধিনায়কের জার্সি বানিয়ে তার ফুটবল খেলার ছবি সাড়া ফেলেছিল ইন্টারনেটে। সেই মুর্তজাই এখন উঠল বার্সেলোনা ফরোয়ার্ডের কোলে।
গত জানুয়ারিতে নীল-সাদা পলিথিন ব্যাগ কেটে তাতে ‘মেসি’ ও ‘১০’ লিখে গায়ে পরা মুর্তজার ছবি অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যম ও সংবাদমাধ্যমে আলোড়ন তোলে। তা দেখার পর মেসি তার সই করা জার্সি ও ফুটবল মুর্তজাকে পাঠিয়েছিলেন।
সেই ছবিটিই তার জীবনের এ অসাধারণ দিনকে সম্ভব করেছে। ফুটবল জাদুকর মেসির সাথে যে সময় কাটানোর সুযোগ পেয়েছে সে। শুধু তাই নয়, মেসির কোলে চড়ে তার জীবনের সেরা স্মৃতিটাও সংরক্ষিত হয়ে গেছে গণমাধ্যমে।
কাতারের দোহায় আল আহলির সাথে প্রীতি ফুটবল খেলতে বার্সেলোনা এখন দোহায়। ফুটবল বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে স্বপ্ন বাস্তবায়নের এই অসাধারণ গল্পটি নিশ্চিত করা হয়।
“বিশ্ব যে ছবিটি দেখতে চায়” বলে মঙ্গলবার টুইট করে সুপ্রিম কমিটি। লিখে,“ছয় বছর বয়সী শিশু, যে তার নায়ক মেসির দেখা পাওয়ার স্বপ্ন দেখতো, অবশেষে সত্য হলো।”
আফগানিস্তানের পূর্বাঞ্চলিয় প্রদেশ গজনির জাঘোরিতে থাকতো আহমাদিরা। হুমকির মুখে যুদ্ধবিধ্বস্ত দেশটি ছাড়তে তারা বাধ্য হয়। মে মাসে পালিয়ে পাকিস্তানে চলে আসে তারা।
সম্পাদনা: জাবেদ চৌধুরী