
ডেস্ক: লিওনেল মেসির জোড়া গোলে লেগানেসের বিপক্ষে ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতে শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল।
এমএসএন-এর নৈপুণ্যে ঘরের মাঠে বার্সেলোনার শুরুটা হয় দুর্দান্ত। নেইমারের বাঁ-দিকে বাড়ানো রক্ষণচেরা পাস ধরে ছয় গজ বক্সে ক্রস দেন লুইস সুয়ারেস। আর ডান দিক দিয়ে ভিতরে ঢোকা মেসি টোকা দিয়ে ফাঁকা জালে বল পাঠান।
আক্রমণভাগের ছন্দে ফেরার আভাস মিললেও রক্ষণের দুর্বলতায় সামুয়েল উমতিতি-লুকাস দিনিয়েদের ফাঁকি দিয়ে সপ্তদশ মিনিটে ডি-বক্সে ঢুকে পড়েন নাবিল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে মেরে সহজ সুযোগ নষ্ট করেন মরক্কোর এই মিডফিল্ডার। তার ফিরতি শট ঝাঁপিয়ে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বার্সেলোনার রক্ষাকর্তা টের স্টেগেন। দুরূহ কোণ থেকে স্পেনের ফরোয়ার্ড গেররেরোর জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকান তিনি।
৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ তৈরি করেছিলেন রাফিনিয়া। দুজনকে কাটিয়ে তার নেয়া শট গোলরক্ষককে পরাস্ত করলেও ঠেকিয়ে দেন দিয়েগো রিকো।
এর দুই মিনিট পরেই পুরো কাম্প নউকে স্তব্ধ করে দেন কিছুক্ষণ আগে বদলি নামা উনাই লোপেস। স্পেনের এই মিডফিল্ডারের নিচু জোরালো শট পা দিয়ে ঠেকানোর চেষ্টা করেন টের স্টেগেন; কিন্তু বল তার পায়ে লেগে জালে জড়ায়।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে সফল স্পটকিকে জয়সূচক গোলটি করেন মেসি। বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢোকা নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় বার্সেলোনা।
১৯ গোল নিয়ে লিগের গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন মেসি। সুয়ারেসের গোল ১৮টি।
২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। তৃতীয় স্থানে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৪৯। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে।
সম্পাদনা: জাবেদ চৌধুরী