মেসির হ্যাটিট্রিক: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

শিকাগো: মেসির হ্যাটট্রিকে কোপা আমেরিকায় পানামাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে নকআউট পর্ব তথা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল লিওনেল মেসির দল।
বদলি হিসেবে খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মাত্র ২১ মিনিটে তিনটি গোল করেন ফুটবল জাদুকর। ৩০ মিনিটের চেয়েও কম সময় মাঠে ছিলেন মেসি। এই সময়ের মধ্যে তিন গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছেন তিনি।
বিশ্বের সেরা খেলোয়াড়টিকে নিয়ে পানামার বিরুদ্ধে মারাত্মক একটি খেলা উপহার দিয়ে আর্জোন্টিনা। পানামা খুব একটা ভালো খেলেনি। এর মধ্যে একঘণ্টা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে দেশটিকে।
ফল হিসেবে তাদের ভাগ্যে জুটেছে ৫-০ গোলের বড় ব্যবধানে হার। সূত্র: দি গার্ডিয়ান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই