
ডেস্ক: আয়কর সংক্রান্ত মামলার শেষ দিনে বৃহস্পতিবার বার্সেলোনার আদালতে হাজির হচ্ছেন লিওনেল মেসি। সঙ্গে থাকার কথা তার মা সেলিয়া এবং বাবা হোর্সে ওরাসিও।
লিও’র আইনজীবী এনরিকে ব্যাচিগালিপো বলেছেন, ‘লিও’র মধ্যে এই মামলা নিয়ে কোনও অস্থিরতা নেই। লিও আদালতে আসবে। বিচারপতির প্রশ্নের জবাবও দেবে।’
লিও’র আইনজীবী আরো বলেছেন, ‘আমাদের স্ট্র্যাটেজি হবে অভিযোগের গভীরতা বুঝে এখানেও প্রতি প্রশ্নের পাল্টা আক্রমণ করা।’
মেসির বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে তিনি ৪.১মিলিয়ন ইউরো আয়কর (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) ফাঁকি দিয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হলে, বার্সেলোনা তারকার এক বছর দশ মাস হাজতবাসও হতে পারে।
সেই প্রসঙ্গে মেসির আইনজীবী বলেছেন, ‘লিও তো নির্দোষ। তিন বছর আগেই আদালতে বলেছিল, ও চুক্তিপত্র না পড়েই সই করে। সমস্ত কিছু দেখাশুনো করে ওর বাবা।’
বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার পর বার্সেলোনা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাবেন লিও। কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ ৭ জুন। প্রতিপক্ষ চিলে। যাদের বিরুদ্ধে গতবারের কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। গত ২৩ বছর আর্জেন্টিনা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি।
এখনও চিলের বিরুদ্ধে প্রথম ম্যাচে মেসির খেলা নিয়ে ধোঁয়াশা আছে। যদিও তার জাতীয় দলের সতীর্থরা আশাবাদী যে, লিও প্রথম ম্যাচে খেলবেন। সূত্র: এবেলা
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ