
ডেস্ক: ক্লাব ফুটবলের মহারণ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ্রের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০তে জয় পেয়েছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা।
১০ মিনিটের ব্যবধানে রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদের জালে ২ বার বল জড়িয়ে দিয়েছে বার্সা। যার একটি এসেছে লুইস সুয়ারেজের পা থেকে। অন্যটি এসেছে মেসির পায়ে পেনাল্টি কিকের মাধ্যমে।
খেলার একেবারে শেষ মুহূর্তে (৯০+৩ মিনিটে) লিওনেল মেসির দুর্দান্ত এক পাস থেকে বল পেয়ে রিয়াল মাদ্রিদের জালে তৃতীয়বারের মতো বল জড়িয়ে দেন আলেক্সি ভিদাল।
প্রথমার্ধে বল পজেশনে এগিয়ে ছিল স্বাগতিক রিয়াল মাদ্রিদই। ৫২ ভাগ বল ছিল তাদের দখলে। ৪৮ ভাগ ছিল বার্সার ভাগে। গোল পোস্ট লক্ষ্যে শটও নিয়েছিল রিয়াল মাদ্রিদ বেশি, মোট ৯টি। কিন্তু একটিও বার্সার জাল খুঁজে পেলো না।
অন্যদিকে বার্সেলোনা শট নিয়েছিল মোট ৪টি। এর মধ্যে দুটি ছিল নিশ্চিত গোল হওয়ার মতো। কিন্তু রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসের দূরন্ত ক্ষিপ্রতায় এই দুই যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা। ফলে ম্যাচের প্রথমার্ধ শেষ হলো গোলশূন্যভাবেই।
গ্রন্থনা ও সম্পাদনা: জাই