মেহেরপুর জেলা বিএনপির পোস্টার প্রচারণার কর্মসূচী শুরু

মেহেরপুর: তিনদিন ব্যাপী পোস্টার প্রচারণার শেষদিনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মেহেরপুর বড়বাজারসহ বিভিন্ন এলাকায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে নেতাকর্মীরা পোস্টার প্রচারণায় অংশ নেয়।
“জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পূনঃরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাক ও বাজারে আগুন বিপর্যস্ত জনজীবন” এই শিরোনামে দুটি পোস্টার জনগণকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং জনগণের মতামতকে সংগঠিত করার লক্ষ্যে এই পোস্টার প্রচারণা পরিচালিত করছে মেহেরপুর জেলা বিএনপি।
পোস্টার প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু সহ অংগ-সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি: সাইদুল ইসলাম, সম্পাদনা: জাবেদ