
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ খেঁজুর বিক্রির অপরাধে আল মদিনা নামের একটি ফলের আড়ৎকে এক লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী মার্কেটে অভিযান পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
এ সময় খেঁজুরের কার্টন ছত্রাক ও পোকামাকড় আক্রান্ত হওয়ায় মার্কেটের আল মদিনা ফল ভান্ডারের আড়ৎ মালিক বাবু শেখকে এক লাখ টাকা জরিমানা করা হয়। খেঁজুরগুলোও জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আলজেরিয়া, ইরাক, তিউনিশিয়ার বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের খেজুরের প্যাকেটগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে কার্টনে ছত্রাক ও পোকামাকড় ধরেছিল। কিন্তু তারপরও ব্যবসায়ী তা বিক্রি করছে। তাই তাকে জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন এবং বিএসটিআই এর রাসায়নিক বিশেষজ্ঞ দল।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই