মেয়ের কন্ঠে বাবার গান

ঢাকা: লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আবদুল আলীমের ‘সুন্দর ফুল সুন্দর ফল/ মিঠা নদীর পানি’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন তার মেয়ে নূরজাহান আলীম। আজ বাবা দিবসে বাবার স্মরণে গানটি প্রচারিত হবে গান বাংলা চ্যানেলে।
‘গানটির ভিডিও দেখা যাবে ইউটিউবেও’
এ ছাড়া গানটির ভিডিও দেখা যাবে ইউটিউবেও। গানটির নব সংগীতায়োজন করেছেন কামরুজ্জামান। বাবার স্মরণে রোববার সকাল ১০টা থেকে ১১টা ঢাকা এফএমে সরাসরি বাবা দিবসের একটি অনুষ্ঠানে আবদুল আলীমকে নিয়ে কথা বলবেন তিনি।
এ ছাড়া বাবাকে উৎসর্গ করে তিনি গাইবেন নতুন মৌলিক গান ‘ওই দূর থেকে ভেসে আসে আমার বাবার গান’। গানটির কথা ও সুর এসরাজ্জু জামান ও সংগীতায়োজন করেছেন অমিত মল্লিক।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস