
ঢাকা: ‘ম্যালিনা’ খ্যাত বিখ্যাত হলিউড অভিনেত্রী মনিকা বেলুচ্চি এবার আসছেন ছোটপর্দায়। শোনা যাচ্ছে মার্কিন টিভি সিরিজ ‘মোজার্ট ইন দ্য জঙ্গল’ -এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।
‘বিখ্যাত বেহালা শিল্পী মোজার্টের স্মৃতিচারণের লক্ষ্যেই নির্মাণ করা হয় এই টিভি সিরিজটি’
মাদক, যৌনতা ও ক্লাসিক্যাল সংগীত নিয়ে নির্মিত এই টিভি সিরিজটি প্রথম প্রচার হয় হয় ২০১৪ সালে। আর এর দ্বিতীয় পর্ব প্রচার হয় ২০১৫ সালে। তারই ধারবাহিকতায় আসতে যাচ্ছে জনপ্রিয় এই টিভি সিরিজটির তৃতীয় সিক্যুয়্যাল। আর সেখানেই মনিকাকে দেখা যাবে একজন আবেদনময়ী অর্কেষ্টা বাদকের ভূমিকায়।
৫১ বছর বয়সী মনিকাকে সর্বশেষ দেখা গিয়েছিলো ব্রিটিশ গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বিখ্যাত সিরিজ জেমস বন্ডের শেষ কিস্তি ‘স্পেকটার’ -এ। ছবিটিতে জেমস বন্ডের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ইতালিয়ান এই অভিনেত্রী।
নিউজনেক্সটবিডি ডটকম/তুসা