মোটরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত

লালমনিরহাট: হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় আমিনুর রহমান (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আমিনুর রহমান উপজেলার সিঙ্গিমারী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
এর আগে সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী দীঘিরহাট এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আমিনুর।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি