‘মোটরসাইকেলে ৩ জন নয়’

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এখন থেকে মোটরসাইকেলে দুজনের বেশি বসা যাবে না। তিনজন মোটরসাইকেলে চড়লে বাধা দেয়া হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ডে খুনিরা মোটরসাইকেল ব্যবহার করেছে। গুলশানে দূতাবাস কর্মকর্তা হত্যার পরেও মোটরসাইকেলে তিনজন চড়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো।
বাবুল আক্তারের স্ত্রী হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করা যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/জাই