
মুম্বাই: সবাই জানেন বিতর্ক তৈরি করতে খুবই পছন্দ বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্তের। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন তিনি।
হাতে মনের মানুষের নাম বা তার প্রথম অক্ষরটি ট্যাটু করে ভালোবাসা প্রকাশ করা বলিউডে নতুন কিছু নয়। তবে সেই মানুষটির ছবি আঁকা পোশাক সম্ভবত কেউই পড়েননি। এ তালিকায় রাখি সাওয়ান্তই প্রথম।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকা পোশাক পড়ে এসেছিলেন প্রধান অতিথি রাখি সাওয়ান্ত। এর আগে নরেন্দ্র মোদিকে বিয়ে করতে চান বলে ঘোষণাও দিয়েছিলেন। এ কথার পর তথনও শিরোনামে চলে আসেন রাখি।
সে যাই হোক, ‘আইটেম রানী’র ঘোষণা মোদির কানে না পৌঁছালেও তার পোশাক কিন্তু অনুষ্ঠানে সবার নজর কেড়েছে। আর পোশাক দেখা মাত্রই বিভিন্ন মন্তব্যও জুড়ে দেন অনেকেই।
২০১৪ সালে লোক সভা নির্বাচন করেন রাখি। তবে রাজনীতিতে সফল হতে পারেননি তিনি। নিন্দুকের দাবি, রাজনীতিতে পা শক্ত করতেই মোদিকে নিয়ে নাটক শুরু করেছেন রাখি সাওয়ান্ত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নিউজনেক্সেটবিডি ডটকম/আইকে/এসআই