
ঢাকা: মোবাইল কিনে স্যামসাংয়ের হোম অ্যাপ্লায়েন্স সেট জিতে নিলেন ঢাকার মো. কবীর হোসাইন। স্যামসাং বাংলাদেশের হাউজফুল অফারের প্রথম বিজয়ী তিনি।
কবীর হোসাইন স্যামসাং গ্যালাক্সি জে১ এইস হ্যান্ডসেট কিনে এই অ্যাপ্লায়েন্স সেট জিতে নেন। এই হোম অ্যাপ্লায়েন্স সেটে রয়েছে- টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং হোম থিয়েটার। রোববার কবীর হোসাইনকে এই পুরস্কার হস্তান্তর করা হয়েছে বলে জানায় স্যামসাং কর্তৃপক্ষ।
সম্প্রতি, স্যামসাং মোবাইল বাংলাদেশ হাউজফুল অফার ঘোষণা করে। এই হাউজফুল অফারে গ্যালাক্সি স্মার্টফোন এবং ট্যাবলেট কিনে প্রতি সপ্তাহে ভাগ্যবান গ্রাহকরা হোম অ্যাপ্লায়েন্স সেট জিতে নেয়ার সুযোগ পাবেন। হোম অ্যাপ্লায়েন্স সেটে রয়েছে- টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং হোম থিয়েটার। এছাড়াও গ্রাহকরা নির্ধারিত মডেলের স্মার্টফোনে পাবেন ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ব্যাক। স্যামসাংয়ের অনুমোদিত স্টোরসমূহে স্টক থাকা এবং পরবর্তী নোটিশ পর্যন্ত এই অফার প্রযোজ্য।
প্রতিবেদক: এম রেজাউল করিম, সম্পাদনা: জাহিদ