
ঢাকা: রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র (মিডিয়া) সিনিয়র সহকারী কমিশনার এএসএম হাফিজুর রহমান জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবন, বাড়িতে মাদক রাখা ও জুয়া খেলার অপরাধে বিভিন্ন মেয়াদে ২৯ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তাদের কারাদণ্ড প্রদান করেন বলেও জানান তিনি।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাহানপুর থানার মো. সাঈদ হোসেন, তপন ভূইয়া ও আমির হামজা ওরফে অমি। ওয়ারী থানার মো. মাসুম ও মো. আরিফ। সবুজবাগ থানার মো. সুমন ও তারেক সরকার, নিউমার্কেট থানার মো. জামসেদ ও মো. ইয়াসিন আরাফাত। ডেমরা থানার সানাউল্লাহ, মো. সুমন, ইব্রাহিম, মিরাজ, আওয়াল, মো. হোসেন, মনসুর, বাবুল, ফরিদ, মনির, সোহেল, খোরশেদ, কাদের ও দেলু মিয়া। অন্যাদিকে, লালবাগ থানার মো. হোসেন, কাজল ও সিদ্দিক, ডিবি-দক্ষিণে শফিকুল ও মাহমুদ এবং ডিবি-উত্তরে সোহেল মিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ