মোবাইল চুরির অভিযোগে যুবক হত্যা, আটক ১৪

চট্টগ্রাম: লোহাগাড়ায় মোবাইল চুরির অভিযোগে মহিউদ্দিন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটায় সংঘটিত এই হত্যার ঘটনায় ১৪জনকে আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান নিউজনেক্সটবিডি ডটকম’কে জানিয়েছেন, লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের পিভিএম ইটভাটায় সকাল সাতটায় চোর সন্দেহে মহিউদ্দিনকে আটক করে বেদম মারধর করা হয়, সকাল নয়টার দিকে ইটভাটায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহত মহিউদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়, এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ইটভাটার মালিক লিয়াকতসহ মোট ১৪জনকে আটক করা হয়েছে, উল্লেখ করেন তিনি।
নিহত মহিউদ্দিনের বাড়ী পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এমএস/ওয়াইএ