
ঢাকা: তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশের ১৩ কোটি মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করছে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি। ২৫ হাজার সরকারি অফিসে হাইস্পিড ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। ৫ হাজার ২৭৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে দেশের মানুষ তথ্য প্রযুক্তি সেবা পাচ্ছেন।
সোমবার বেলা ১১টা ১৪ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।
পলক বলেন, একটি প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশের ৪ কোটি ছাত্রছাত্রীকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি শিক্ষায় একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সঠিক দিকনির্দেশনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তথ্য প্রযুক্তি খাতের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
তিনি বলেন, আগামী ২০২১ সাল পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত থেকে বাংলাদেশ ৫০০ কোটি ডলার আয় করতে পারবে এবং এই খাত জিডিপিতে ৫ শতাংশ অবদান রাখতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তথ্য প্রযুক্তি খাতে ৯ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। এই মুহূর্তে তথ্য প্রযক্তি খাত থেকে আয় হচ্ছে ৪০০ মিলিয়ন ডলার।
তিনি বলেন, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এখন বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০০ কোটি ডলার লেনদেন হচ্ছে। ই-কমার্স সেক্টরে ইতোমধ্যে ১ হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে। তিনি এই সেক্টরের ট্যাক্স ও ভ্যাট মওকুফের দাবি জানান।
উল্লেখ্য, গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই