Thursday, July 7th, 2022
‘মোশতাকের পায়ের নখ থেকে চুল পর্যন্ত ছিল হারামিতে ভরা’
August 15th, 2016 at 8:56 am
‘মোশতাকের পায়ের নখ থেকে চুল পর্যন্ত ছিল হারামিতে ভরা’

ঢাকা: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার বাবাকে বলেছিলেন, ‘আমার মতো মোশতাককে বাংলাদেশের আর কেউ চিনে না। মোশতাকের পায়ের নখ থেকে মাথার চুল পযন্ত ছিল হারামিতে ভরা।’

জাতীয় শোকদিবস উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্দ্যেগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণ করে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আইনমন্ত্রীর বাবা মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক।

তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন, ‘খন্দকার মোশতাক তাকে(আইনমন্ত্রীর বাবা)খুন করবে না। খুন করবে বঙ্গবন্ধুকেই।’ তখন বঙ্গবন্ধু তার জবাবে বলেছিলেন, ‘খন্দকার মোশতাকের পায়ের নখ থেকে চুল পর্যন্ত ছিল হারামিতে ভরা। তার মতো  মোশতাককে বাংলাদেশের কেউ চেনে না।’

আনিসুল হক বলেন, সিরাজুল হককে বঙ্গবন্ধু বলেন, ‘শুধু তুই আমার সঙ্গে দেখা করতে আসলে হয়, ভাবীকে নিয়ে আসতে পারিস না।পরে আমার (আইন মন্ত্রীর)মা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন।’

তখন(আইনমন্ত্রীর)তাদের বাসা মুহাম্মদ পরে গণভবনের ঠিক উল্টো দিকে। বঙ্গবন্ধু একদিন তার পিতাকে গণভবনে যেতে বলেন। বাবার কাছ থেকে শুনেছেন বলে উল্লেখ করে আলোচনা সভায় আইনমন্ত্রী  আরও বলেন, ‘১৯৭৫ সালের  ১ আগস্ট। আমার পিতা বঙ্গবন্ধুর সঙ্গে গণভবনে দেখা করতে যান মাগরিবের নামাজের সময়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন খন্দকার মোশতাক ও তাহের উদ্দিন ঠাকুর।

আমার পিতা যাওয়ার পর বঙ্গবন্ধু পাশের কক্ষে গেলেন। বঙ্গবন্ধু উঠে যাওয়ার পরপরই আমার বাবাকে মোশতাক বললেন, ‘বঙ্গবন্ধুর কাছ থেকে একটু নামাজ পড়ার অনুমতি নিয়ে দিতে। তখন আমার পিতা মোশতাককে বলেন, ‘নামাজ পড়ার জন্য অনুমতি নেওয়ার দরকার আছে কি। আপনারা যদি নামাজ পড়বেন তাহলে আপনারাই অনুমতি চান না কেন? পরে বঙ্গবন্ধু আসার পর মোশতাকদের নামাজ পড়ার জন্য যেতে বললেন।’

আনিসুল হক আরও বলেন, ‘তারা দুজন নামাজ পড়ার জন্য চলে যাওয়ার পর বঙ্গবন্ধু ও আমার(আইনমন্ত্রীর) পিতা কথা বলাবলি করেন। বঙ্গবন্ধু আমার পিতাকে বললেন, তার(বঙ্গবন্ধুর)কাছে সুনির্দিষ্ট খবর আছে যে, খন্দকার মোশতাক আমার পিতাকে মেরে ফেলতে পারে।’

আইনমন্ত্রী বলেন, ‘আমার আব্বা হজম করে নিয়ে বললেন, যদি এ রকম খবর থাকে তাহলে আমাকে না তোমাকে (বঙ্গবন্ধুকে) মারবে? তার কারণ হচ্ছে, আমাকে মারলে তার একটা বুলেটেরও দাম উঠবে না। তোমাকে মারবে।’

 বঙ্গবন্ধু তখন বলেছিলেন , ‘খন্দকার মোশতাকের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত হারামিতে ভরা। ওকে বাংলাদেশের কেউ চেনে না আমি ছাড়া।’ তারপরে আমি দেখেছি, আগস্ট মাসের ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত অন্তত পাঁচবার এসেছিলেন শুধু জানার জন্য, বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন আমার পিতার কী কথা হয়েছিল।’

বঙ্গবন্ধুর খুনের কারণ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আপনারা জানেন, খন্দকার মোশতাক সাহেব টুপি পরতেন। এই টুপির নাম মোশতাক টুপি। পাকিস্তান না রাখতে পারার কারণে সাংঘাতিক মনঃকষ্টে ছিল টুপি পরা মোশতাক সাহেব। তাই তিনি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের সব সদস্যসহ হত্যা করেছেন।’

নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসআই


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার