Thursday, December 7th, 2023
‘মোশাররফ করিম আমার আদর্শ’
February 10th, 2017 at 8:00 pm
‘মোশাররফ করিম আমার আদর্শ’

এম কে রায়হান, ঢাকা: ‘শোবিজ’ খুব কম লোকই পাওয়া যাবে যারা এই জায়গাটাকে পছন্দ করেনা। বেশির ভাগ মানুষই চায় এইখানে নিজের একটু জায়গা করে নিতে। কেউবা শুধুই শখের বশে আবার কেউবা কোন অভিনেতা বা অভিনেত্রীর অভিনয়ে অনুপ্রাণিত হয়ে। ঠিক তেমনি একজন অভিনেতা সিয়াম নাসির। ‘নাইন এন এ হাফ’ নাটকের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন সিয়াম। আর সিয়ামের মিডিয়াতে পথ চলা শুরু হয় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনয়ে অনুপ্রাণিত হয়েই। বলা যায় সিয়ামের আদর্শই মোশাররফ করিম।

বর্তমানে এই অভিনেতার বেশ ব্যস্ত সময় কাটছে। তার ফাঁকেই এই তরুণ অভিনেতার কথা হয় নিউজনেক্সটবিডি ডটকম’র  সাথে।

অভিনয় জগতে পেছনের গল্পটা কি?

ছোট বেলা থেকে ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু তা আর হয়ে ওঠেনি। অভিনয় করারও স্বপ্ন দেখতাম ছোট বেলা থেকেই। পাশাপাশি মোশাররফ করিম ভাইয়ের অভিনয় আমার আগে থেকেই বেশ ভালো লাগতো। আর তখন থেকেই ইচ্ছাটা আরো বেশী চেপে বসে। তারপর ২০১৩ সালে প্রথম আদনান আল রাজিব এর পরিচালনায় রবি’র টিভিসি দিয়ে কাজ শুরু করি।

মিডিয়াতে আসার পিছনে কার অবদান সবচেয়ে বেশি?

এখানে আসার পিছনে অনেকের অবদান রয়েছে। তবে যার কথা না বললেই নয়, তিনি হলেন মাবরুর রশীদ বান্নাহ ভাই। তিনি আমাকে একের পর এক ব্রেক দিয়েছেন। আমি এখন যেই কাজটা করছি সেটাও বান্নাহ ভাইএর। আমি উনার কাছে কৃতজ্ঞ।

বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?

আমার অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক এখন বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। সে সব নাটকের শুটিং করছি। এখন আমি যে তিনটা ধারাবাহিক নাটক এর কাজ করছি সেগুলো হলো- সাগর জাহানের ‘ল্যাম্প পোস্ট’, হিমেল আশরাফের ‘গুগোল সব জানে’ আর সাইদ চন্দনের ‘সানগ্লাস’। এই নাটক গুলো এখনও অন এয়ার হয়নি। এছাড়াও ভ্যালেন্টাইন উপলক্ষে মাবরুর রশীদ বান্নাহ ভাইয়ের দুইটা নাটকেও কাজ করছি। নাটক দু’টি হল ‘তোমার পিছু পিছু’ এবং ‘ভালবাসার খুনসুটি’।

অভিনয়ের ক্ষেত্রে আপনার আদর্শ?

মোশাররফ করিম ভাইকে আমি আদর্শ মনে করি। উনার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, আমি অনেক কিছু শিখেছি উনার কাছ থেকে। ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা গুলো চমৎকার। আসলে আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় মিস করতে চাই না। যেকোনো নাটকের চিত্রনাট্যে তিনি অনেক কিছু নিজে থেকে যোগ করেন যা নাটকের মানকে আরো বাড়িয়ে তোলে।

ভবিষ্যত পরিকল্পনা?

নিজেকে আরো মেলে ধরতে চাই, ভালো কিছু কাজও করতে চাই। অভিনয় দিয়ে সবার মন জয় করতে চাই। ভবিষ্যতে সিনেমাতেও কাজ করতে চাই।

অভিনয় জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটি?

প্রতিটি মানুষেরই কিছু না কিছু স্মরণীয় ঘটনা থাকে, আমারও আছে। আমার অভিনয় জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হল যেদিন আমি প্রথম মোশাররফ করিম ভাই এর সাথে শুটিং করি। ওই দিনটিকে আমি কোন ভাবেই ভুলতে পারবো না।

সম্পাদনা: আসিফ আলম, প্রকাশ: ইয়াসিন


সর্বশেষ

আরও খবর

বরিশালে নির্মিত হচ্ছে এনএসআই কার্যালয়

বরিশালে নির্মিত হচ্ছে এনএসআই কার্যালয়


বাকেরগঞ্জ উপজেলার ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাকেরগঞ্জ উপজেলার ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


বাস দূর্ঘটনায় থাইল্যান্ডে ১৪ জনের মৃত্যু

বাস দূর্ঘটনায় থাইল্যান্ডে ১৪ জনের মৃত্যু


বৈধ-অবৈধ প্রার্থীর সংখ্যা জানাল ইসি

বৈধ-অবৈধ প্রার্থীর সংখ্যা জানাল ইসি


৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন

৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন


পাঁচ মাসে রপ্তানি আয় ২২২৩ কোটি ডলার

পাঁচ মাসে রপ্তানি আয় ২২২৩ কোটি ডলার


সাকিবের বছরে আয় ৫ কোটি, ঋণ ৩১ কোটি ৯৮ লাখ

সাকিবের বছরে আয় ৫ কোটি, ঋণ ৩১ কোটি ৯৮ লাখ


মস্কো বিমানবন্দরে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল

মস্কো বিমানবন্দরে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল


সৌদিআরব থেকে আমদানি করা জ্বালানি তেল মহেশখালীতে খালাস

সৌদিআরব থেকে আমদানি করা জ্বালানি তেল মহেশখালীতে খালাস


নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে

নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে