
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- হান্নান (৩২) ও লিপি খানম(৩০)। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার ভিকটিম বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন অপহরনকারীকে গ্রেফতার করে।’
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই বিকাল সাড়ে তিনটা থেকে ১ আগস্ট পর্যন্ত গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা চার আসামি ভিকটিম ডাক্তার মো: মোস্তাফিজুরকে চিকিৎসার কথা বলে মোহাম্মদপুর থানার বাবর রোডের ব্লক-বি, ২১/১১ বাসায় ডেকে নিয়ে তাকে জিম্মি ও মারধর করে তার নিকট হতে নগদ ৬০ হাজার টাকা, চেকের মাধ্যমে ৯ লাখ ৮০হাজার টাকা ও ৪ হাজার ৫শ ডলার এবং তার চেম্বার বিক্রয় করেছে মর্মে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করে।
পরে মুস্তিাফিজুর রহমান বাদি হয়ে মামলা করলে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই