
জেদ্দা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এব বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী আমাদের বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যে একটি সেতুবন্ধন ছিলেন এবং সেভাবেই ভবিষ্যত প্রজন্মের কাছেও তিনি সমাদৃত হবেন।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং বিশ্ব বক্সিংয়ের কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী আকস্মিকভাবে মৃত্যুবরণ করায় আমি গভীর দুঃখ প্রকাশ করছি (ইন্নালিল্লাহি…রাজিউন)। যিনি বাংলাদেশেরও একজন সম্মানসূচক নাগরিক ছিলেন।’
বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবে সফরকালীন জেদ্দায় অবস্থানরত প্রধানমন্ত্রী সেখান থেকে শোকবার্তাটি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি আপনার (ওবামা) কাছে এবং আপনার মাধ্যমে মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং যুক্তরাষ্ট্রের জনগণের কাছেও গভীর শোক জানাচ্ছি।’
মোহাম্মদ আলীকে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি তার বিস্ময়কর প্রতিভা ও বক্সিং দক্ষতা এবং সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বরের মাধ্যমে সমগ্র মানবজাতির মর্যাদাকে সমুন্নত করার জন্য দীর্ঘদিন থেকেই বাংলার ঘরে ঘরে অত্যন্ত সুপরিচিত ও শ্রদ্ধার পাত্র।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই/ওয়াইএ