মৌচাক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর মৌচাক মার্কেটে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। মার্কেটের কর্তৃপক্ষের ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে মৌচাক মার্কেটের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। ৬টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন জানান, সোমবার ৫টা ৫০ মিনিটে নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। মার্কেট কর্তৃপক্ষের চেষ্টায় ৬টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর পলাম চন্দ্র জানান, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আসায় এখন নির্বাপনের চেষ্টা চলছে।
প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা- জাহিদুল ইসলাম