
ঢাকা: আবার মিডিয়াতে ব্যস্ত হচ্ছেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি রবির একটি বিজ্ঞাপনে ‘পুরনো বন্ধু’ নোবেলের সঙ্গে অভিনয় করে নতুন করে এসেছেন আলোচনায়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ঈদ উপলক্ষে নির্মিত টেলিছবিতে। তার ফাঁকে নতুন আরেকটি বিজ্ঞাপনে কাজ করছেন এই তারকা।
‘সম্প্রতি স্কয়ার প্ল্যাস্টিকের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। টিভিসিটি নির্মাণ করছেন টিটু রহমান’
বুধবার, ৮ জুন সকাল থেকে রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শ্যুটিং হয়েছে। নির্মাতা টিটু জানালেন, বিজ্ঞাপনের কনসেপ্টটি পারিবারিক গল্পের আবহে। ব্যাপ্তিকাল ৩০ সেকেন্ড। এখানে সাংসারিক জীবনে প্লাস্টিক পণ্যের গুরুত্ব তুলে ধরা হবে। মনির হোসেনের রূপসজ্জায় এবং পোস্ট অফিস প্রডাকশনের হাউজের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটি চলতি রমজানে বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস