
ঢাকা: ফুটবল বিশ্বে কেবল একজনই আছেন যিনি মেসিকে আটকানোর কৌশল জানেন, তিনি হলেন হোসে মরিনহো! ইউরোপিয়ান ফুটবলের ‘স্বঘোষিত’ স্পেশাল ওয়ান। তার এই দম্ভ আরো আগেই অবশ্য ভেঙে দিয়েছেন মেসি। মরিনহো কোচ থাকাকালীন সময়ে রিয়াল মাদ্রিদকে বিভিন্ন সময় গোল বন্যায়ও ভাসিয়েছেন তিনি। তবে তখন মেসিকে আটকাতে না পারলেও এবার অন্য উপায়ে মেসিকে আটকাচ্ছেন মরিনহো।
‘এবার আর মাঠের খেলায় মেসিকে আটকাতে চাচ্ছেন না মরিনহো। বরং মেসিকে যেন আটকাতে না হয় তাই নিজের দল ম্যানচেস্টার ইউনাইটেডে টানছেন এই তারকাকে’
ইংলিশ দৈনিক পত্রিকা ডেইলি মেইলের মতে, ২০১৭-১৮ মৌসুমেই মেসিকে ইউনাইটেডে নিয়ে আসতে পারেন মরিনহো। এমনকি গত তিন সপ্তাহে মেসিকে নিজেদের তাবুতে নিয়ে আসতে দু বার চেষ্টাও করেছিল ইউনাইটেড। তবে মেসি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা ছাড়ছেন না তিনি।
২০১৮ সালেই মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হবে। তার আগেই মেসিকে ইংলিশ লিগে নিয়ে আসার জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদি মেসি ইউনাইটেডে আসেনই সেক্ষেত্রে গ্যারাথ বেলকে টপকে তিনিই হবেন রেকর্ড ট্রান্সফারের মালিক।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস