
ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত ময়মনসিংহ মুক্তাগাছার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন- আ. রহিম মাস্টার, জামাল উদ্দিন, আব্দুস সালাম মুন্সী ও সুরুজ আলী ফকির। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
একই সঙ্গে মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার জন্য ২০ অক্টোবর দিন ঠিক করেন আদালত। মঙ্গলবার ট্রাইব্যুনলের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে মঙ্গলবার শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম। সকালে প্রসিকিউটর তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। ওই আবেদন মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
গ্রেফতারি পরোয়ানা জরির পার সোমবার রাতেই ময়মনসিংহ সদরের ঢোলাদিয়া থেকে আ. রহিম মাস্টার ও নিমতলা থেকে জামাল উদ্দিন এবং মুক্তাগাছা উপজেলা সদর থেকে আব্দুস সালাম মুন্সী ও সুরুজ আলী ফকিরকে গ্রেফতার করে পুলিশ। এই মামলার তদন্তের দায়িত্বে থাকা (আইও) এএসপি রুহুল আমীন আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ১৭মে থেকে তদন্ত শুরু করেছেন। তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস/ওয়াইএ