ময়মনসিংহে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পুলিশ হেফাজতে প্রান্ত চন্দ্র দে (২২) নামে এক মাদকসেবী আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত প্রান্তের গ্রামের বাড়ি জেলার ত্রিশাল উপজেলার ভাটিপাড়া গ্রামে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে শহরের দুর্গাবাড়ি এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মাদকসেবী প্রান্তকে আটক করা হয়। থানায় আনার পর তার বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ