ময়মনসিংহ বিপিএলের প্রস্তুতি নিচ্ছে বাফুফে

ডেস্কঃ ময়মনসিংহ বিপিএলের জন্য প্রস্তুত চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার শিরোপাধারী শেখ জামাল বনাম চট্টগ্রাম আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্ব।
খেলোয়াড়দের জন্য ময়মনসিংহের বড় হোটেল মোস্তাফিজ, হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল ক্যাসেলকে প্রাথমিকভাবে নির্বাচত করেছে বাফুফে।
বাফুফের কর্মকর্তা আহসান আহমেদ অমিত বলেন, ‘আশা করি দলগুলোর কোনও অসুবিধা হবে না। বাফুফে তিনটি অনুশীলন মাঠও নির্বাচিত করেছে। মাঠগুলো হলো ময়মনসিংহ সেনানিবাস মাঠ, বাংলাদেশ পুলিশের মাঠ ও বিজিবির মাঠ।’
ময়মনসিংহ স্টেডিয়ামের মাঠটি বড় হলেও গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা ১২ হাজার। গ্যালারিতে সংস্কার কাজ চলছে। মাঠ তৈরির জন্যও নিজেদের গ্রাউন্ড স্টাফ পাঠিয়েছে বাফুফে।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/এসকেএস