
ঢাকা: ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ ৩ আসনে ১৮ জুলাই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুই আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তফসিল অনুযায়ী, ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) এর শূন্য আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ জুন, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২২ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন এবং ভোটগ্রহণ ১৮ জুলাই।
প্রসঙ্গত, গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ভারতের একটি হাসপাতালে ৭৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।
অপরদিকে, গত ২ মে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/জাই