ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঢাকা: মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনে ময়লার স্তূপ থেকে মঙ্গলবার সকাল ৮টার দিকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান এ তথ্য জানিছেন।
তিনি জানান, জরুরি বিভাগের সামনে নির্মাণাধীন আসাদ স্মৃতি জাদুঘরের পাশের ময়লার স্তূপে এক নবজাতকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিদ্দিকুর রহমানের ধারণা, রাতের কোনো এক সময় জন্ম নেওয়া ওই নবজাতকটিকে অজ্ঞাত লোকজন ফেলে রেখে গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই