যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। অ্যামনিয়া প্লান্টের পাম্প ফেটে যাওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

জামালপুর: দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। অ্যামনিয়া প্লান্টের পাম্প ফেটে যাওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার জিএম (টেকনিক্যাল) মাহবুবা সুলতানা বলেন, “সকালে যমুনা সার কারখানার অ্যামনিয়া গ্যাস প্লান্টের পাম্প বিকট শব্দে ফেটে যায়। এতে কিছুটা গ্যাস বের হলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারখানা থেকে প্রতিদিন ১৭শ মেট্রিক টন সার উৎপাদিত হয়।”
তিনি আরো বলেন, “পাম্পটি মেরামতের জন্য সকাল সাড়ে ১০টার দিকে উৎপাদন বন্ধ করে দেয়া হয়। বর্তমানে মেরামতের কাজ চলছে। কাজ শেষ করে পুনরায় উৎপাদনে যেতে দু’তিন দিন সময় লেগে যেতে পারে।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের