
যশোর: শহরের এমএম কলেজ উত্তর গেটের কাছে বাস্কেটবল গ্রাউন্ডের সামনে এবং যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি গেঞ্জি মিলের কাছ থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে গোলাগুলিতে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই অরুণ কুমার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি গেঞ্জি মিলের কাছ থেকে ওই দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাস্কেটবল গ্রাউন্ডের সামনে দুই যুবকের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল কান্তি মল্লিক জানান, দুই যুবককে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন