যশোরে ঘের মালিককে কুপিয়ে হত্যা

যশোর: চৌগাছা উপজেলায় আবদুল আলীম (২৬) নামের মাছের ঘের মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবদুল আলীমের লাশ উদ্ধার করেছে। নিহত আলীম চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গভীর রাতে আবদুল আলীম তার মাছের ঘের থেকে বাড়ি ফিরছিলেন। পথে লস্করপুর গ্রামে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে মাছের ঘেরের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
খবর পেয়ে পুলিশ বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান তিনি।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী