
যশোর: যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে যশোর-মণিরামপুর সড়কের কামালপুরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত সড়কের দুই ধারে গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়।
এসময় ডাকাতরা পুলিশের উপস্থিত টের পেয়ে ৮/১০ রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা চার রাউন্ড গুলি বর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ডাকাতকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে চারটি গাছিদা, একটি রামদা এবং ডাকাতির কাজে ব্যবহার্য কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই