
যশোর: যশোরের অভয়নগরে দু’দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার ভোরে নওয়াপাড়া পৌর এলাকার শেষপ্রান্ত চেঙ্গুটিয়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম (৩৮) অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, নওয়াপাড়া পৌর এলাকার চেঙ্গুটিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় জানা যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান