
যশোর: জেলার বাঘারপাড়া উপজেলার চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুই জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- ফিলিং স্টেশনের ম্যানেজার বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের রহমান মোল্লার ছেলে ওবাইদুর রহমান (৩০) ও রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে লিখন আহমেদ অপু (২৪)।
এ ঘটনার পর ওই ফিলিং স্টেশনের এক কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিউজনেক্সটবিডি ডটকম’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফিলিং স্টেশনটি রাতে বন্ধ থাকে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই দুইজনকে হত্যা করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন ফিলিং স্টেশনের কর্মচারী ও অপরজন ফিলিং স্টেশন এলাকার বাসিন্দা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ/এসআই