Wednesday, July 6th, 2022
যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের
August 29th, 2017 at 8:11 am
যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

ডেস্ক: আজ মঙ্গলবার ২৯ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—লাল, কমলা, ধূসর। শুভ রত্ন—রুবি, গোমেদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) 

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়র সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) 

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মিথুন (২২ জুন-২২ জুলাই) 

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই) 

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) 

বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) 

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) 

দিনের শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আজ গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) 

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) 

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই নিন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) 

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়র সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) 

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 

চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

সম্পাদনা: জেডএইচ


সর্বশেষ

আরও খবর

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের


কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর

কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর


ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের

ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের

প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের


কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর

কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর