
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালীর একটি মেসে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।
যাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, এখনো তাদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ওই ঘটনায় বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রোববার যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন নিউজনেক্সটবিডি ডটকমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ওই ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আলীসহ অন্যরা পলাতক রয়েছেন, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া বাড়িটির মালিক আলমগীর সাহেবকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।’
কিশোরীর বরাত দিয়ে তিনি আরো জানান, ওই বাড়ির একটি মেসে কিশোরী একা থাকতো। শুক্রবার রাতে পাশের মেসের আলী ওই রুমে নক করে। দরজা খুলতেই আলীসহ ৪-৫ জন রুমে ঢুকে তাকে ধর্ষণ করে। শনিবার বিকালে ওই কিশোরী তার চাচীকে পুরো ঘটনা খুলে বলে। ওই দিন রাতেই চাচীকে নিয়ে এসে তারা থানায় মামলা করে। পরে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: মাহতাব শফি