যাত্রাবাড়িতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে শিল্পী আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় শিল্পীর ননদ পারুল আক্তারও (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘নিহত শিল্পী তার ননদকে নিয়ে যাত্রাবাড়ীর ওই বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার তারা বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠেন। শনিবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা তাদের দুইজনকেই কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিল্পীর মৃত্যু হয়।’
ওসি আনিস বলেন, ‘ওই ঘটনায় শিল্পীর ননদ পারুলও গুরুতর আহত হয়েছেন। তার সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে। কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিচিত কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।’
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, শিল্পী আক্তারের কথিত স্বামী নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে শুক্রবার ওই ভাড়া বাসায় ওঠেন। বাসাটি ভাড়া নেওয়ার সময় শিল্পীকে স্ত্রী ও পারুলকে ছোট বোন পরিচয় দেয় ওই ব্যক্তি। ধারণা করা হচ্ছে শিল্পীর কথিত স্বামী তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: শিপন আলী